• শেন মিকম্যানের পরবর্তী ফিউড :


Shane Mcmahon মানেই এক্সাইটিং কিছু। তা হোক না স্টিল ক্যাজ এর উপর থেকে Elbow Drop বা Top Rope Shooting star press। তো তার WWE এর বড় চার পিপিভি( Wrestlemania, Summerslam,Survivor Series, Royal Rumble) এর মধ্যে যেকোনো একটিতে তার পারফর্ম করার কথা। আসন্ন Summerslam এ সে Aj Styles বনাম Kevin Owens ম্যাচ এর Guest referre হিসেবে নিয়োজিত হয়েছে। এর পিছনে কারণ হচ্ছে, Kevin Owens মনে করে যে তার সাথে অন্যায় করা হচ্ছে এবং তার ম্যাচ এই বিতর্কিত ফিনিশিং করা হচ্ছে। অনেকেই মনে করছে এই ম্যাচ টি Kevin owens বনাম Shane Mcmahon এর ফিউড এর সূচনা করবে। 

বেশ কিছুদিন ধরেই রুমর ছড়িয়েছে যে Shane Mcmahon আর Kevin Owens এর একটি ফিউড হবে কেননা প্রায় ই Kevin Owens আর Shane Mcmahon এর মধ্যে ব্যকস্টেজ এ কথা কাটাকাটি হচ্ছে। যদি তাদের এই ফিউড টি খুব দীর্ঘ হয় তাহলে হয়ত দর্শক দের খুব একটা পছন্দ হবে না তবে, Survivor Series বা Royal Rumble এর ম্যাচকার্ড এর একটি Singles ম্যাচ হিসেবে এটি কে বুক করা হলে মন্দ হবে না। Kevin Owens ক্যারিয়ার জুরেই এক্সট্রিম, ভায়োলেন্ট ম্যাচ খেলে এসেছে, আর Shane... এমন একজন যে ম্যাচ এ নিজের জীবন ও বাজি রাখতে পারে। ম্যাচ টি হয়ে একদিকে ভালো ই হবে। Kevin Owens তার ডেবিউ এর পর থেকে ম্যাক্সিমাম সময় ই টাইটেল ফিউড এ ছিলো, এই ফিউড তাকে টাইটেল থেকে কিছুদিন দূরে রাখতে সাহায্য করবে এবং Wwe এর মিড কার্ড এ আরও গভীরতা সৃষ্টি করবে।

• সামোয়া জোকে ইউনিভার্সাল টাইটেল জেতানোর চেষ্টা করছে পল হেইমান :


Sports Illustrated'র Justin Barrasso'র মতে SummerSlam-এ Samoa Joe যাতে টাইটেল জিততে পারে সেইজন্য Paul Heyman Behind-The-Scene-এ কাজ করে যাচ্ছে। আর এটা অনেকটাই নিশ্চিত যে Brock Lesnar টাইটেল হারাবে আর UFC-তে তার পরবর্তী ফাইটের জন্য ট্রেনিং নিবে। উল্লেখ্য, Paul Heyman এক RAW এপিসোডে Brock'র পক্ষে ঘোষণা দেয় যে, যদি SummerSlam-এ Brock টাইটেল হারায় তাহলে সে WWE থেকে লিভ নিবে। আর Paul Heyman খুব করেই চাচ্ছে টাইটেল যেন Joe'র হাতেই যায় এবং তিনি এটা নিয়ে ব্যাকস্টেজে চেষ্টাও করে যাচ্ছে।

UFC 214-তে Jon Jones তার ম্যাচ শেষে Brock-কে চ্যালেঞ্জ করে। আর সেই চ্যালেঞ্জ accept করেই Brock সাময়িক লিভ নেবে WWE থেকে। Wrestling Observer'র মতে আগামী বছর Brock Lesnar WM34'র আগ পর্যন্ত UFC-তে ব্যাক করার কোনো ছাড়পত্র পাচ্ছে না WWE থেকে। আর এই কারণে আগামী বছরের প্রথমভাগে তার USDA সাসপেনশন থেকেও অব্যাহতি পাচ্ছে না কেননা আগামী বছরের Royal Rumble ও WrestleMania নিয়ে বড়সড় প্ল্যান করছে ক্রিয়েটিভ প্যানেল আর এই গুরুত্বপূর্ণ সময়ে Brock-কেও ছাড় দিতে রাজি নয় তারা। তাই এই SummerSlam'র পরেই WWE-থেকে সাময়িক লিভ নিয়ে UFC-তে ম্যাচ খেলবে 'The Beast Incarnate' Brock Lesnar

• রেসেলমেনিয়া ৩৪ এ ব্রক লেসনারের ফিউড :


Brock Lesnar এর UFC তে রিটার্ন এবং Jon Jones এর সাথে ফাইট করার কথা ছড়ানোর পর সবার মনে প্রশ্ন জেগেছ যে সামনের WrestleMania তে তার স্টাটাস কেমন হবে।
Bryan Alvarez, Lesnar এর WrestleMania34 status নিয়ে আলোচনা করেন আজকের Wrestling Observer Live শো তে।

তিনি ইঙ্গিত করেন যে, Lesnar WrestleMania34 এ compete করবেন। Alvarez জানান যে তিনি WWE এর একটি source এর মাধ্যমে জেনেছেন যে "Lesnar will100% be at WrestleMania.”
Lesnar এর UFC তে Jones এর সঙ্গে ফাইট WrestleMania 34 এর আগে হবেনা। UFC আশাবাদী ছিলো যে Lesnar এই বছরের শেষ দিকে হয়ত ফাইট করতে পারবে কিন্তু তার suspension এর এখনও 5 মাস বাকি আছে। সে এখনও USDA testing pool এ re-enter করেনি।

WWE আগামী Royal Rumble event এবং WrestleMania এর build নিয়ে বিজি। তাই মনে হয়না তারা Lesnar কে UFC fight এর জন্য সম্মতি দিবে। WWE চায়না Lesnar এর UFC fight এর জন্য কোনো injury risk হোক এবং তাদের WrestleMania plans
যাতে ভেস্তে না যায়।

• ডব্লিউডব্লিউই খরচ কমানোর প্লান করছে :


WWE হয়ত আরো কিছু খরচ কমানোর চিন্তা করছে। তারা WWE event গুলোতে pyros ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা Talking Smack, The Edge & Christian Show, R-Truth’s Game Show plans & Renee Young’s Unfiltered show ক্যান্সেল করেছে WWE Network থেকে।

Dave Meltzer আজকের Wrestling Observer Radio তে এসবের পিছনে কারণ নিয়ে আলোচনা করেছেন। গত বছর Company যত লাভ হবে আশা করেছিলো ততটা হয়নি। WWE তাই সিদ্ধান্ত নিয়েছে তারা এই বছর কম খরচ করবে যার জন্য তারা আতশবাজি ব্যাবহার বাদ দিয়েছে এবং WWE Network থেকে অনেক show cancel করেছে।

আরেকটা কারণ হলো ফ্যানরা WWE Network এ subscribe করছেনা। তারা এই বছর আরো বেশি সাবস্ক্রাইবার আশা করেছিলো। WrestleMania এর পর থেকেই এমন হচ্ছে। WWE ভাবছে যে যেইসব শো যারা দর্শক খুব বেশি দেখেনা সেগুলো ক্যানসেল করে এবং কিছু সাজসজ্জা কমিয়ে খরচ কমানো তাদের profit increase করতে সাহায্য করবে।

• সামারস্লামের পরে জন সিনাকে Raw তে আনা হবে :


আপনারা হয়ত জানেন John Cena "Free Agent" হিসেবে WWE SD live এ Return করেছেন।যার মানে সে Raw ও SD দুটোতেই উপস্থিত থাকতে পারবে। ধারনা করা হচ্ছে যে, Summer Slam এর পর সে Raw তে ও কাজ করবে। যার কারনে তাকে Raw এর PPV No Mercy যেটা September এর ২৪ তারিখ হবে। আর উল্লেখ্য, No Mercy টা গত বছর SD live এর হলেও এই বছর কিন্তু Raw এর জন্য দেওয়া হয়েছে।

• জন সিনার পরবর্তী মুভি :


John Cena upcoming “Bumblebee” মুভিতে লিড রোলে অভিনয় করবে, যেটা Transformers movie series এর spinoff. মুভিটি প্রডিউস করেছেন Lorenzo di Bonaventura এবং Michael Bay, executive producers Steven Spielberg, Brian Goldner এবং Mark Vahradian. Chris Brigham ও executive producer. মুভিটি সামনের বছরের 21 December release পাবে। Production কিক অফ শুরু হয়েছে আআজকে California তে।

• ক্রেডিটঃ ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **

WWE টুকরো খবর, ৩/০৮/২০১৭


• শেন মিকম্যানের পরবর্তী ফিউড :


Shane Mcmahon মানেই এক্সাইটিং কিছু। তা হোক না স্টিল ক্যাজ এর উপর থেকে Elbow Drop বা Top Rope Shooting star press। তো তার WWE এর বড় চার পিপিভি( Wrestlemania, Summerslam,Survivor Series, Royal Rumble) এর মধ্যে যেকোনো একটিতে তার পারফর্ম করার কথা। আসন্ন Summerslam এ সে Aj Styles বনাম Kevin Owens ম্যাচ এর Guest referre হিসেবে নিয়োজিত হয়েছে। এর পিছনে কারণ হচ্ছে, Kevin Owens মনে করে যে তার সাথে অন্যায় করা হচ্ছে এবং তার ম্যাচ এই বিতর্কিত ফিনিশিং করা হচ্ছে। অনেকেই মনে করছে এই ম্যাচ টি Kevin owens বনাম Shane Mcmahon এর ফিউড এর সূচনা করবে। 

বেশ কিছুদিন ধরেই রুমর ছড়িয়েছে যে Shane Mcmahon আর Kevin Owens এর একটি ফিউড হবে কেননা প্রায় ই Kevin Owens আর Shane Mcmahon এর মধ্যে ব্যকস্টেজ এ কথা কাটাকাটি হচ্ছে। যদি তাদের এই ফিউড টি খুব দীর্ঘ হয় তাহলে হয়ত দর্শক দের খুব একটা পছন্দ হবে না তবে, Survivor Series বা Royal Rumble এর ম্যাচকার্ড এর একটি Singles ম্যাচ হিসেবে এটি কে বুক করা হলে মন্দ হবে না। Kevin Owens ক্যারিয়ার জুরেই এক্সট্রিম, ভায়োলেন্ট ম্যাচ খেলে এসেছে, আর Shane... এমন একজন যে ম্যাচ এ নিজের জীবন ও বাজি রাখতে পারে। ম্যাচ টি হয়ে একদিকে ভালো ই হবে। Kevin Owens তার ডেবিউ এর পর থেকে ম্যাক্সিমাম সময় ই টাইটেল ফিউড এ ছিলো, এই ফিউড তাকে টাইটেল থেকে কিছুদিন দূরে রাখতে সাহায্য করবে এবং Wwe এর মিড কার্ড এ আরও গভীরতা সৃষ্টি করবে।

• সামোয়া জোকে ইউনিভার্সাল টাইটেল জেতানোর চেষ্টা করছে পল হেইমান :


Sports Illustrated'র Justin Barrasso'র মতে SummerSlam-এ Samoa Joe যাতে টাইটেল জিততে পারে সেইজন্য Paul Heyman Behind-The-Scene-এ কাজ করে যাচ্ছে। আর এটা অনেকটাই নিশ্চিত যে Brock Lesnar টাইটেল হারাবে আর UFC-তে তার পরবর্তী ফাইটের জন্য ট্রেনিং নিবে। উল্লেখ্য, Paul Heyman এক RAW এপিসোডে Brock'র পক্ষে ঘোষণা দেয় যে, যদি SummerSlam-এ Brock টাইটেল হারায় তাহলে সে WWE থেকে লিভ নিবে। আর Paul Heyman খুব করেই চাচ্ছে টাইটেল যেন Joe'র হাতেই যায় এবং তিনি এটা নিয়ে ব্যাকস্টেজে চেষ্টাও করে যাচ্ছে।

UFC 214-তে Jon Jones তার ম্যাচ শেষে Brock-কে চ্যালেঞ্জ করে। আর সেই চ্যালেঞ্জ accept করেই Brock সাময়িক লিভ নেবে WWE থেকে। Wrestling Observer'র মতে আগামী বছর Brock Lesnar WM34'র আগ পর্যন্ত UFC-তে ব্যাক করার কোনো ছাড়পত্র পাচ্ছে না WWE থেকে। আর এই কারণে আগামী বছরের প্রথমভাগে তার USDA সাসপেনশন থেকেও অব্যাহতি পাচ্ছে না কেননা আগামী বছরের Royal Rumble ও WrestleMania নিয়ে বড়সড় প্ল্যান করছে ক্রিয়েটিভ প্যানেল আর এই গুরুত্বপূর্ণ সময়ে Brock-কেও ছাড় দিতে রাজি নয় তারা। তাই এই SummerSlam'র পরেই WWE-থেকে সাময়িক লিভ নিয়ে UFC-তে ম্যাচ খেলবে 'The Beast Incarnate' Brock Lesnar

• রেসেলমেনিয়া ৩৪ এ ব্রক লেসনারের ফিউড :


Brock Lesnar এর UFC তে রিটার্ন এবং Jon Jones এর সাথে ফাইট করার কথা ছড়ানোর পর সবার মনে প্রশ্ন জেগেছ যে সামনের WrestleMania তে তার স্টাটাস কেমন হবে।
Bryan Alvarez, Lesnar এর WrestleMania34 status নিয়ে আলোচনা করেন আজকের Wrestling Observer Live শো তে।

তিনি ইঙ্গিত করেন যে, Lesnar WrestleMania34 এ compete করবেন। Alvarez জানান যে তিনি WWE এর একটি source এর মাধ্যমে জেনেছেন যে "Lesnar will100% be at WrestleMania.”
Lesnar এর UFC তে Jones এর সঙ্গে ফাইট WrestleMania 34 এর আগে হবেনা। UFC আশাবাদী ছিলো যে Lesnar এই বছরের শেষ দিকে হয়ত ফাইট করতে পারবে কিন্তু তার suspension এর এখনও 5 মাস বাকি আছে। সে এখনও USDA testing pool এ re-enter করেনি।

WWE আগামী Royal Rumble event এবং WrestleMania এর build নিয়ে বিজি। তাই মনে হয়না তারা Lesnar কে UFC fight এর জন্য সম্মতি দিবে। WWE চায়না Lesnar এর UFC fight এর জন্য কোনো injury risk হোক এবং তাদের WrestleMania plans
যাতে ভেস্তে না যায়।

• ডব্লিউডব্লিউই খরচ কমানোর প্লান করছে :


WWE হয়ত আরো কিছু খরচ কমানোর চিন্তা করছে। তারা WWE event গুলোতে pyros ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা Talking Smack, The Edge & Christian Show, R-Truth’s Game Show plans & Renee Young’s Unfiltered show ক্যান্সেল করেছে WWE Network থেকে।

Dave Meltzer আজকের Wrestling Observer Radio তে এসবের পিছনে কারণ নিয়ে আলোচনা করেছেন। গত বছর Company যত লাভ হবে আশা করেছিলো ততটা হয়নি। WWE তাই সিদ্ধান্ত নিয়েছে তারা এই বছর কম খরচ করবে যার জন্য তারা আতশবাজি ব্যাবহার বাদ দিয়েছে এবং WWE Network থেকে অনেক show cancel করেছে।

আরেকটা কারণ হলো ফ্যানরা WWE Network এ subscribe করছেনা। তারা এই বছর আরো বেশি সাবস্ক্রাইবার আশা করেছিলো। WrestleMania এর পর থেকেই এমন হচ্ছে। WWE ভাবছে যে যেইসব শো যারা দর্শক খুব বেশি দেখেনা সেগুলো ক্যানসেল করে এবং কিছু সাজসজ্জা কমিয়ে খরচ কমানো তাদের profit increase করতে সাহায্য করবে।

• সামারস্লামের পরে জন সিনাকে Raw তে আনা হবে :


আপনারা হয়ত জানেন John Cena "Free Agent" হিসেবে WWE SD live এ Return করেছেন।যার মানে সে Raw ও SD দুটোতেই উপস্থিত থাকতে পারবে। ধারনা করা হচ্ছে যে, Summer Slam এর পর সে Raw তে ও কাজ করবে। যার কারনে তাকে Raw এর PPV No Mercy যেটা September এর ২৪ তারিখ হবে। আর উল্লেখ্য, No Mercy টা গত বছর SD live এর হলেও এই বছর কিন্তু Raw এর জন্য দেওয়া হয়েছে।

• জন সিনার পরবর্তী মুভি :


John Cena upcoming “Bumblebee” মুভিতে লিড রোলে অভিনয় করবে, যেটা Transformers movie series এর spinoff. মুভিটি প্রডিউস করেছেন Lorenzo di Bonaventura এবং Michael Bay, executive producers Steven Spielberg, Brian Goldner এবং Mark Vahradian. Chris Brigham ও executive producer. মুভিটি সামনের বছরের 21 December release পাবে। Production কিক অফ শুরু হয়েছে আআজকে California তে।

• ক্রেডিটঃ ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **