Brock Lesnar, সকল রেসলার দের জন্য এক আতংকের নাম। রিঙ এর ভিতরে বরাবর ই সে প্রমাণ করেছে কেন তাকে "The Beast" বলা হয়। তার Ring Agility, Strength, Stamina তাকে বানিয়েছে ইতিহাসের অন্যতম সেরা এথলেটিক একজন এথলেট। রিঙ এ তার মতো ত্রাস সৃষ্টি করা রেসলার এখন পর্যন্ত আর একজন ও পাওয়া যায় নি।

যাক অনেক ভূমিকা দিয়ে ফেলেছি এবার মেইন টপিক বা হেডলাইন এর লাইন টিকে নিয়ে কিছু কথা বলি। ইদানীংকালে এমন অনেক কেই দেখা যাচ্ছে যারা Brock হ্যাটার বা যারা Brock কে ঘৃণা করে। একজন রেসলার কে যেহেতু আপনার পছন্দ বা অপছন্দ উভয় ই হতে পারে তাই মানলাম তারা তাকে ঘৃণা করছে। কিন্তু যদি কারণ জিজ্ঞেস করা হয় কেন তারা তাকে অপছন্দ করে, তাদের উত্তর অনেক টাই এরকম হয় : " তার মাইক স্কিল জঘন্য, Paul Heyman ছাড়া Brock কিছুই না, Paul Heyman না থাকলে Brock আজকের অবস্থানে আসতো না "। আজ Brock এর তাই মাইক স্কিল কেই বেছে নিলাম কিছু লিখার জন্য।

Brock একজন বিশালদেহী তবে তার শরীরের সাথে তার গলার কন্ঠ টা যেন মিলে যায় না। যেই যায়গায় তার কন্ঠ থাকার কথা ভীতি ধরানো, কর্কশ সেখানে তার কন্ঠ অনেকটাই মেয়েলি। এর কারণ অবশ্য আছে, তার Vocal Cord বা স্বররজ্জু তে সমস্যা রয়েছে। আমাদের সকলের অন্তত এইটুকুর জ্ঞান রয়েছে যে, আমাদের কথা বলাতে ভোকাল কর্ড এর গুরুত্ব সর্বাধিক। আর Brock এর ক্ষেত্রে তাকে এই একটা জিনিশ ই সমস্যায় ফেলে দিয়েছে এবং তা হচ্ছে তার ভোকাল কর্ড এর সমস্যা। এই জন্যেই তাকে মাইক্রোফোন এ খুব একটা কথা বলতে দেখা যায় না।

ভোকাল কর্ড এ সমস্যা থাকা সত্ত্বেও যে Brock Lesnar মাঝেমাঝে মাইক এ কথা বলেছে এটা নিশ্চয় ই প্রশংসাযোগ্য। কিন্তু খুব কম মানুষ এ আসল বিষয় টা জানে। বাকিরা সবাই তাই Brock এর মাইক স্কিল নিয়ে তার রেসলিং ক্যারিয়ার এর দিকে আঙুল তোলে যা বোকামির সামিল।

অনেকেই মনে করে যে, Paul Heyman ছাড়া Brock Lesnar কিছুই নয়। কথাটির কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না। যেনে অবাক হবেন যে , 2000 সালের দিকে Brock এতটাই জনপ্রিয় ক্রীড়াবিদ ছিলেন যে, অনেক গুলো রেসলিং প্রোমোশন টার সাথে ডিল করতে চেয়েছিলো। তখন তাকে মাসিক 250000$ দিয়ে চুক্তিবদ্ধ করায় Wwe । অর্থাৎ Brock এর Wwe তে আসার এবং এমন একটি ডমিনেটিং পারসোনালিটি তৈরি হওয়ার পিছনে Paul Heyman এর কোনো হাত ই নেই। হ্যা হয়ত, Paul Heyman না থাকলে আমরা Brock এর প্রতি ধীরে ধীরে বিদ্বেষী হয়ে উঠতাম কিন্তু তাও Brock তো আর হারিয়ে যেতো না। Brock ঠিক ই নিজের নাম কামাতো ; UFC ই তার প্রমাণ। যদি বলতেই হয় Paul Heyman, Brock lesnar এর একটি অংশমাত্র, কেবল একটি অংশ। আপনি মানুন আর নাই মানুন, নিজের কথা বলার দূর্বলতা কে নিজের রিঙ এ প্রদর্শন করার ক্ষমতা দিয়ে ঢেকে দেওয়া আর কোনো রেসলার পাবেন না Brock Lesnar এর মতো। বাজি ধরে বলতে পারি!

• লেখকঃ #cultOFpersonality #THE_SILENT_SNIPER

ব্রক লেসনারের মাইক স্কিলের ব্যাপারে কিছু কথা...।


Brock Lesnar, সকল রেসলার দের জন্য এক আতংকের নাম। রিঙ এর ভিতরে বরাবর ই সে প্রমাণ করেছে কেন তাকে "The Beast" বলা হয়। তার Ring Agility, Strength, Stamina তাকে বানিয়েছে ইতিহাসের অন্যতম সেরা এথলেটিক একজন এথলেট। রিঙ এ তার মতো ত্রাস সৃষ্টি করা রেসলার এখন পর্যন্ত আর একজন ও পাওয়া যায় নি।

যাক অনেক ভূমিকা দিয়ে ফেলেছি এবার মেইন টপিক বা হেডলাইন এর লাইন টিকে নিয়ে কিছু কথা বলি। ইদানীংকালে এমন অনেক কেই দেখা যাচ্ছে যারা Brock হ্যাটার বা যারা Brock কে ঘৃণা করে। একজন রেসলার কে যেহেতু আপনার পছন্দ বা অপছন্দ উভয় ই হতে পারে তাই মানলাম তারা তাকে ঘৃণা করছে। কিন্তু যদি কারণ জিজ্ঞেস করা হয় কেন তারা তাকে অপছন্দ করে, তাদের উত্তর অনেক টাই এরকম হয় : " তার মাইক স্কিল জঘন্য, Paul Heyman ছাড়া Brock কিছুই না, Paul Heyman না থাকলে Brock আজকের অবস্থানে আসতো না "। আজ Brock এর তাই মাইক স্কিল কেই বেছে নিলাম কিছু লিখার জন্য।

Brock একজন বিশালদেহী তবে তার শরীরের সাথে তার গলার কন্ঠ টা যেন মিলে যায় না। যেই যায়গায় তার কন্ঠ থাকার কথা ভীতি ধরানো, কর্কশ সেখানে তার কন্ঠ অনেকটাই মেয়েলি। এর কারণ অবশ্য আছে, তার Vocal Cord বা স্বররজ্জু তে সমস্যা রয়েছে। আমাদের সকলের অন্তত এইটুকুর জ্ঞান রয়েছে যে, আমাদের কথা বলাতে ভোকাল কর্ড এর গুরুত্ব সর্বাধিক। আর Brock এর ক্ষেত্রে তাকে এই একটা জিনিশ ই সমস্যায় ফেলে দিয়েছে এবং তা হচ্ছে তার ভোকাল কর্ড এর সমস্যা। এই জন্যেই তাকে মাইক্রোফোন এ খুব একটা কথা বলতে দেখা যায় না।

ভোকাল কর্ড এ সমস্যা থাকা সত্ত্বেও যে Brock Lesnar মাঝেমাঝে মাইক এ কথা বলেছে এটা নিশ্চয় ই প্রশংসাযোগ্য। কিন্তু খুব কম মানুষ এ আসল বিষয় টা জানে। বাকিরা সবাই তাই Brock এর মাইক স্কিল নিয়ে তার রেসলিং ক্যারিয়ার এর দিকে আঙুল তোলে যা বোকামির সামিল।

অনেকেই মনে করে যে, Paul Heyman ছাড়া Brock Lesnar কিছুই নয়। কথাটির কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না। যেনে অবাক হবেন যে , 2000 সালের দিকে Brock এতটাই জনপ্রিয় ক্রীড়াবিদ ছিলেন যে, অনেক গুলো রেসলিং প্রোমোশন টার সাথে ডিল করতে চেয়েছিলো। তখন তাকে মাসিক 250000$ দিয়ে চুক্তিবদ্ধ করায় Wwe । অর্থাৎ Brock এর Wwe তে আসার এবং এমন একটি ডমিনেটিং পারসোনালিটি তৈরি হওয়ার পিছনে Paul Heyman এর কোনো হাত ই নেই। হ্যা হয়ত, Paul Heyman না থাকলে আমরা Brock এর প্রতি ধীরে ধীরে বিদ্বেষী হয়ে উঠতাম কিন্তু তাও Brock তো আর হারিয়ে যেতো না। Brock ঠিক ই নিজের নাম কামাতো ; UFC ই তার প্রমাণ। যদি বলতেই হয় Paul Heyman, Brock lesnar এর একটি অংশমাত্র, কেবল একটি অংশ। আপনি মানুন আর নাই মানুন, নিজের কথা বলার দূর্বলতা কে নিজের রিঙ এ প্রদর্শন করার ক্ষমতা দিয়ে ঢেকে দেওয়া আর কোনো রেসলার পাবেন না Brock Lesnar এর মতো। বাজি ধরে বলতে পারি!

• লেখকঃ #cultOFpersonality #THE_SILENT_SNIPER