২০১৫ সালটা প্রায় শেষ পথে। এই বছর WWE এর অনেক সুপারস্টারস ইঞ্জুরিতে পরাতে একটা বাজে বছর হলেও এই বছর অনেক দারূণ মোমেন্ট তৈরি হয়ে যায়। বলতে গেলে এই বছরটা হল THE SHIELD এর। 

প্রায় পুরা বছরই রাজত্ব করেছে তিনজন। অবশ্য ৭৫% ক্রেডিট Seth Rollins কেই দেওয়া যায় কারণ সে এবছর ৭ মাস ধরে WWE তে রাজত্ব করেছে এবং শেষের দিকে এসে রাজত্ব করছে তার শিল্ড ব্রাদার্স Roman Reigns ও Dean Ambrose। 


এই তিনজনের ভবিষ্যত আসলেই উজ্জল। Seth এর ভবিষ্যত উজ্জল যে এটা তো প্রায় সবারই জানা, কারণ WWE এর এই পিজি সময়ে সে "হিল" হয়েও Superstar Of The Year হয়েছে!!আর "ফেস" টার্ন করলে সে কোন লেভেলে যাবে একবার চিন্তা করুন!!!

Dean এর কথা কি বলবো?? Seth এর মত সব আছে এই সুপারস্টারের মধ্যে...শুধু দরকার একটু পুশ+মুভসেটে পরিবর্তন। আর কিছু দরকার নাই...বাকিটা ও নিজেই সামলিয়ে নিবে। 

শেষে আসি Roman Reigns এর ব্যাপারে। গ্রুপে অনেকে হয়তো আমাকে ঘোর Roman Hater ভাবেন কারণ আমার পোস্টগুলোতে Roman এর বিরুদ্ধে লেখা হয়... কিন্তু একজন Former Shield Member হিসেবে আমি Roman এর দারূণ ভক্ত। শুধু বর্তমান সময়ে তার Superman Gimmick, Terrible Mic Skill ও কিছু অবুঝ ফ্যানের জন্য অপছন্দ করি। 

Roman এর ক্যারিয়ারও আমার মতে উজ্জল হবে যদি তাকে এই Superman চরিত্র থেকে বের করে আনা যায় ও একটা "Solid Bad-Ass" গিমিক দেওয়া যায়। কারণ এরকম একটা গিমিক দিয়ে তাকে সহজে হিল অথবা ফেস টার্ন করিয়ে World Champ করা সম্ভব। Superman হিসেবে রেখে কি হবে তা সবাই জানেন। আশা করি WWE তে তার একটা Solid Career তৈরি হবে। 

সবশেষে বলা যায়, "2015 Is The Year Of The Shield." 

#Shield_Forever 
#Believe_In_The_Shield

• ক্রেডিটঃ ইনান আহমেদ।

•• #উল্লেখ্যঃ রেসলিং কথন নামের একটি কপিবাজ পেজ আমাদের পোস্টগুলিকে দিলদারভাবে কপি করছে, আমাদেরকে বা আসল পোস্টারকে জিজ্ঞাসা অথবা ক্রেডিট দেওয়া ছাড়াই, আমরা সাধারনত সেইসব পোস্টারদের পোস্ট দেই যাদেরকে আমরা পার্সোনালি চিনি এবং জানি, অনুমতি সংক্রান্ত অসুবিধা না হওয়ার জন্য, কিন্তু ওই কলঙ্কিত পেজ এইসবের ধার ধরেনা, আমরা যথেস্ট দুঃখিত এই কথা বলার জন্য, কিন্তু কিছুতো একটা করতেই হত। :)

২০১৫ হল "দ্যা শিল্ডের" এর বছর।

২০১৫ সালটা প্রায় শেষ পথে। এই বছর WWE এর অনেক সুপারস্টারস ইঞ্জুরিতে পরাতে একটা বাজে বছর হলেও এই বছর অনেক দারূণ মোমেন্ট তৈরি হয়ে যায়। বলতে গেলে এই বছরটা হল THE SHIELD এর। 

প্রায় পুরা বছরই রাজত্ব করেছে তিনজন। অবশ্য ৭৫% ক্রেডিট Seth Rollins কেই দেওয়া যায় কারণ সে এবছর ৭ মাস ধরে WWE তে রাজত্ব করেছে এবং শেষের দিকে এসে রাজত্ব করছে তার শিল্ড ব্রাদার্স Roman Reigns ও Dean Ambrose। 


এই তিনজনের ভবিষ্যত আসলেই উজ্জল। Seth এর ভবিষ্যত উজ্জল যে এটা তো প্রায় সবারই জানা, কারণ WWE এর এই পিজি সময়ে সে "হিল" হয়েও Superstar Of The Year হয়েছে!!আর "ফেস" টার্ন করলে সে কোন লেভেলে যাবে একবার চিন্তা করুন!!!

Dean এর কথা কি বলবো?? Seth এর মত সব আছে এই সুপারস্টারের মধ্যে...শুধু দরকার একটু পুশ+মুভসেটে পরিবর্তন। আর কিছু দরকার নাই...বাকিটা ও নিজেই সামলিয়ে নিবে। 

শেষে আসি Roman Reigns এর ব্যাপারে। গ্রুপে অনেকে হয়তো আমাকে ঘোর Roman Hater ভাবেন কারণ আমার পোস্টগুলোতে Roman এর বিরুদ্ধে লেখা হয়... কিন্তু একজন Former Shield Member হিসেবে আমি Roman এর দারূণ ভক্ত। শুধু বর্তমান সময়ে তার Superman Gimmick, Terrible Mic Skill ও কিছু অবুঝ ফ্যানের জন্য অপছন্দ করি। 

Roman এর ক্যারিয়ারও আমার মতে উজ্জল হবে যদি তাকে এই Superman চরিত্র থেকে বের করে আনা যায় ও একটা "Solid Bad-Ass" গিমিক দেওয়া যায়। কারণ এরকম একটা গিমিক দিয়ে তাকে সহজে হিল অথবা ফেস টার্ন করিয়ে World Champ করা সম্ভব। Superman হিসেবে রেখে কি হবে তা সবাই জানেন। আশা করি WWE তে তার একটা Solid Career তৈরি হবে। 

সবশেষে বলা যায়, "2015 Is The Year Of The Shield." 

#Shield_Forever 
#Believe_In_The_Shield

• ক্রেডিটঃ ইনান আহমেদ।

•• #উল্লেখ্যঃ রেসলিং কথন নামের একটি কপিবাজ পেজ আমাদের পোস্টগুলিকে দিলদারভাবে কপি করছে, আমাদেরকে বা আসল পোস্টারকে জিজ্ঞাসা অথবা ক্রেডিট দেওয়া ছাড়াই, আমরা সাধারনত সেইসব পোস্টারদের পোস্ট দেই যাদেরকে আমরা পার্সোনালি চিনি এবং জানি, অনুমতি সংক্রান্ত অসুবিধা না হওয়ার জন্য, কিন্তু ওই কলঙ্কিত পেজ এইসবের ধার ধরেনা, আমরা যথেস্ট দুঃখিত এই কথা বলার জন্য, কিন্তু কিছুতো একটা করতেই হত। :)

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!