The Undertaker,Edge,Batista,Triple H,Shawn Michales,Jeff Hardy


উপরে যাদের নাম বললাম এরাই Ruthless Aggression Era তে রাজত্ব করেছে এবং Rock Austin চলে যাওয়ার পর WWE এর হাল ধরেছে।ফলে ঐ দুই টপ ডগের অনুপস্থিতি WWE কে বেশী একটা ভোগান্তি দেয়নি।এছাড়া ঐ সময় Cena-Randy রাও ছিলো যদিও তারা ঐ সময় নিতান্তই বাচ্চা।যদিও Ruthless Aggression Era এর শেষ দিকে(2007-2009) তারাই মাথা চাড়া দিয়ে উঠল এবং রাজত্ব শুরু করলো।এরপর আসলো PG Era যার আধিপত্য শুধুই Cena and সর্পবাবা Randy Orton এর।সাথে CM Punk এর নামটাও যোগ করা উচিত।


◘ 2011 সাল থেকে এখন পর্যন্ত WWE একটা Huge Change এর মধ্য দিয়া যাচ্ছে।ঐ বছর HHH and Undertaker হয়ে যান Part Timer wrestler.আর Edge তো একেবারে WWE থেকে Leave নিয়ে ফেলেন।John Morrison ও রাগ করে চলে যান।

এর আগের বছর অর্থাৎ 2010 এ আবার WWE থেকে Jeff Hardy,Shawn Michales,Batista এরাও বিদায় নেন।

◘ অর্থাৎ এই দুই বছরে একটা Huge amount এর 5 Star Wrestler হারিয়ে ফেলে WWE...

সেই যে Roster Star Power এর দুর্ভিক্ষ লাগলো তা এখনো বিদ্যমান।এমনকি তাদের Replacement এর মতো পর্যাপ্ত New Talent ও এখনো আসেনি WWE তে। ফলাফলস্বরুপ-->

1. প্রায় যেকোনো PPV and Main Event Storyline Hit করতে গেলে বিরাট Amount খসিয়ে বাইরে থেকে Player আনাটা হয়ে গেছে নিত্যনৈমিত্তক একটা ব্যাপার।।


2. শুধুমাত্র Current Roster এর Running Wrestler দের দিয়ে Wrestlemania এর Main Event করানো রীতিমতো আকাশ-কুসুম কল্পনা।


3.Title Unified করা।যার জন্য Cody,Dolph,Drew,Miz,Wade Barret এরা নিজেদেরকে Spot Light এ আনতে পারছে না।


4. Smackdown কে একটা নামমাত্র Show তে পরিণত করা।দুই ঘন্টা শো এর প্রায় এক ঘন্টা থাকে RAW এর Promo.


5. Smackdown এর জন্য Particular কোনো Feud বা Roster নেই।Main Event এর জন্য ঐ Cena,Randy,Kane,Dean,Seth,Roman,Bray এরাই ভরসা।


6. Mid Carder দের একই Type এর এবং Same Wrestler দের Match বার বার দেখা।


7. HHH and Stephanie এর On Screen এ Regular Authority রুপে দেখা।এটা করতে তারা বাধ্য যেহেতু Company টা তাদের এবং Star Power বজায় রাখার জন্য এটা তাদের করতেই হবে।


8. Randy,Kane কে ক্যারিয়ারের সবথেকে বাজে অবস্থায় দাড় করানো।যদিও এটা একটা Right Move তবুও অনেকে এটা মানতে পারবে না।এই দুইজন Heel Player এর ঘাড়ে চড়েই অনেকে Company এর Future Face হয়ে যাবে।মনে রাখা উচিত যে,এরা এখন Push দেয়া Heel অতএব এদের কাছ থেকে আগের মতো ছিড়েখুঁড়ে খেয়ে ফেলা Activities আশা করতে পারি না।অনেক wrestling বোদ্ধাগণ এটা মানতে পারেন না।


9. Raw and Smackdown এর ভিতরে এ কেউ কোনো নির্দিষ্ট Brand এর Wrestler না।


10. WWE এখন আমাদের কাছে বোরিং... । 


◘ কিন্তু এতো কিছুর পরেও মানুষ WWE দেখতো Cena, Randy, Daniel Bryan,CM Punk এর কারণে। এর মধ্যে 2014 Royal Rumble এর পর থেকে আবার CM Punk ও চলে গেলো।হতে পারে ইনজুরির জন্যে অথবা অথবা অন্য কোনো কারণে।তবে আমার মতে সেই অন্য কোনো কারণটা হলো 'The Evolution',,,এটা শুনে আশ্চর্য হতে পারেন অনেকেই এই ভেবে যে এখানে আবার Evolution আসলো কিভাবে???


◘ As you noted Batista returned to WWE earliar this year...Randy and Triple H Already Company তে আছে।অতএব,ঐ সময় Evolution unofficially Reunion হয়ে গেলো।যদিও পরে আমরা ঐ তিনজনকে একত্রে Evolution হিসেবে On screen এ দেখেছি।


anyway,past is past.... 


◘ বর্তমানে New Talents কম হওয়াতে তাদেরকে Company এর Future বানানোর জন্য Extreme পরিমাণে Push করা হচ্ছে।যারা Push really deserve করে তারা পেলে কোনো ক্ষতি নেই কিন্তু কিছু কিছু Player পাচ্ছে Undeserving push যেটা অনেক মানুষের কাছে মেনে নেয়া কষ্টকর। এই অবস্থায় যেটা উচিত হবে সেটা হলো-->


1.Main Event screen এ পরিবর্তন আনা।


2.New Talents দেরকে ধীরে ধীরে Mid card and upper card এর মাঝামাঝি জায়গাতে নামিয়ে এনে পুশ করা।এতে করে তারা Future এ Perfect main eventer হবে।


3.বর্তমানে Uncared wrestler like sheamus,miz,barret এদেরকে Upper card এ আনা।সাথে Cena,randy কে মিলিয়ে আরো Extreme Feud and Hardcore Match আয়োজন করা।


◘ আশাকরি এতে Main Event গুলো আরো জমজমাট হবে এবং Attitude era এর Player দের আনার প্রবণতাও একটু কমবে।পাশাপাশি অর্থও বাঁচবে WWE এর।



Credit : Þrinçe Øf Þaradise

WWE রোস্টারে ঘটে যাওয়া অবিশ্বাস্য পরিবর্তন, এর ভোগান্তি এবং এটা থেকে বেরিয়ে আসার উপায়


The Undertaker,Edge,Batista,Triple H,Shawn Michales,Jeff Hardy


উপরে যাদের নাম বললাম এরাই Ruthless Aggression Era তে রাজত্ব করেছে এবং Rock Austin চলে যাওয়ার পর WWE এর হাল ধরেছে।ফলে ঐ দুই টপ ডগের অনুপস্থিতি WWE কে বেশী একটা ভোগান্তি দেয়নি।এছাড়া ঐ সময় Cena-Randy রাও ছিলো যদিও তারা ঐ সময় নিতান্তই বাচ্চা।যদিও Ruthless Aggression Era এর শেষ দিকে(2007-2009) তারাই মাথা চাড়া দিয়ে উঠল এবং রাজত্ব শুরু করলো।এরপর আসলো PG Era যার আধিপত্য শুধুই Cena and সর্পবাবা Randy Orton এর।সাথে CM Punk এর নামটাও যোগ করা উচিত।


◘ 2011 সাল থেকে এখন পর্যন্ত WWE একটা Huge Change এর মধ্য দিয়া যাচ্ছে।ঐ বছর HHH and Undertaker হয়ে যান Part Timer wrestler.আর Edge তো একেবারে WWE থেকে Leave নিয়ে ফেলেন।John Morrison ও রাগ করে চলে যান।

এর আগের বছর অর্থাৎ 2010 এ আবার WWE থেকে Jeff Hardy,Shawn Michales,Batista এরাও বিদায় নেন।

◘ অর্থাৎ এই দুই বছরে একটা Huge amount এর 5 Star Wrestler হারিয়ে ফেলে WWE...

সেই যে Roster Star Power এর দুর্ভিক্ষ লাগলো তা এখনো বিদ্যমান।এমনকি তাদের Replacement এর মতো পর্যাপ্ত New Talent ও এখনো আসেনি WWE তে। ফলাফলস্বরুপ-->

1. প্রায় যেকোনো PPV and Main Event Storyline Hit করতে গেলে বিরাট Amount খসিয়ে বাইরে থেকে Player আনাটা হয়ে গেছে নিত্যনৈমিত্তক একটা ব্যাপার।।


2. শুধুমাত্র Current Roster এর Running Wrestler দের দিয়ে Wrestlemania এর Main Event করানো রীতিমতো আকাশ-কুসুম কল্পনা।


3.Title Unified করা।যার জন্য Cody,Dolph,Drew,Miz,Wade Barret এরা নিজেদেরকে Spot Light এ আনতে পারছে না।


4. Smackdown কে একটা নামমাত্র Show তে পরিণত করা।দুই ঘন্টা শো এর প্রায় এক ঘন্টা থাকে RAW এর Promo.


5. Smackdown এর জন্য Particular কোনো Feud বা Roster নেই।Main Event এর জন্য ঐ Cena,Randy,Kane,Dean,Seth,Roman,Bray এরাই ভরসা।


6. Mid Carder দের একই Type এর এবং Same Wrestler দের Match বার বার দেখা।


7. HHH and Stephanie এর On Screen এ Regular Authority রুপে দেখা।এটা করতে তারা বাধ্য যেহেতু Company টা তাদের এবং Star Power বজায় রাখার জন্য এটা তাদের করতেই হবে।


8. Randy,Kane কে ক্যারিয়ারের সবথেকে বাজে অবস্থায় দাড় করানো।যদিও এটা একটা Right Move তবুও অনেকে এটা মানতে পারবে না।এই দুইজন Heel Player এর ঘাড়ে চড়েই অনেকে Company এর Future Face হয়ে যাবে।মনে রাখা উচিত যে,এরা এখন Push দেয়া Heel অতএব এদের কাছ থেকে আগের মতো ছিড়েখুঁড়ে খেয়ে ফেলা Activities আশা করতে পারি না।অনেক wrestling বোদ্ধাগণ এটা মানতে পারেন না।


9. Raw and Smackdown এর ভিতরে এ কেউ কোনো নির্দিষ্ট Brand এর Wrestler না।


10. WWE এখন আমাদের কাছে বোরিং... । 


◘ কিন্তু এতো কিছুর পরেও মানুষ WWE দেখতো Cena, Randy, Daniel Bryan,CM Punk এর কারণে। এর মধ্যে 2014 Royal Rumble এর পর থেকে আবার CM Punk ও চলে গেলো।হতে পারে ইনজুরির জন্যে অথবা অথবা অন্য কোনো কারণে।তবে আমার মতে সেই অন্য কোনো কারণটা হলো 'The Evolution',,,এটা শুনে আশ্চর্য হতে পারেন অনেকেই এই ভেবে যে এখানে আবার Evolution আসলো কিভাবে???


◘ As you noted Batista returned to WWE earliar this year...Randy and Triple H Already Company তে আছে।অতএব,ঐ সময় Evolution unofficially Reunion হয়ে গেলো।যদিও পরে আমরা ঐ তিনজনকে একত্রে Evolution হিসেবে On screen এ দেখেছি।


anyway,past is past.... 


◘ বর্তমানে New Talents কম হওয়াতে তাদেরকে Company এর Future বানানোর জন্য Extreme পরিমাণে Push করা হচ্ছে।যারা Push really deserve করে তারা পেলে কোনো ক্ষতি নেই কিন্তু কিছু কিছু Player পাচ্ছে Undeserving push যেটা অনেক মানুষের কাছে মেনে নেয়া কষ্টকর। এই অবস্থায় যেটা উচিত হবে সেটা হলো-->


1.Main Event screen এ পরিবর্তন আনা।


2.New Talents দেরকে ধীরে ধীরে Mid card and upper card এর মাঝামাঝি জায়গাতে নামিয়ে এনে পুশ করা।এতে করে তারা Future এ Perfect main eventer হবে।


3.বর্তমানে Uncared wrestler like sheamus,miz,barret এদেরকে Upper card এ আনা।সাথে Cena,randy কে মিলিয়ে আরো Extreme Feud and Hardcore Match আয়োজন করা।


◘ আশাকরি এতে Main Event গুলো আরো জমজমাট হবে এবং Attitude era এর Player দের আনার প্রবণতাও একটু কমবে।পাশাপাশি অর্থও বাঁচবে WWE এর।



Credit : Þrinçe Øf Þaradise