◘ USA নেটওয়ার্কে RAW লাইভ ছিল। আজকের "র" শুরু হয় পল হেইমানের দ্বারা যে NOC-এর WWE World Heavyweight টাইটেল ম্যাচের ব্যাপারে একটা প্রোমো কাটে। এরপর জন সিনার মিউজিক হিট করে এবং সে আজকে কালো রঙের হাফপ্যান্ট পড়ে আসে। 

সে হেইম্যানকে সোধায় যে লেস্নার কোথায় আছে? সিনা আরও বলে যে, সে আজকে রাতে হয়তো লেস্নারের সাথে ফাইট করবে নাহলে হেইমানের সাথেই ফাইট করবে। 

◘ এরপর হেইম্যান গর্বিতভাবে লেস্নারকে ইন্ট্রোডিউস করে। কিন্তু লেস্নার আসেই না, হেইম্যান এরপর হাসতে শুরু করে। হেইম্যান বলে যে লেস্নারের প্লেন আসতে দেরি হয়েছে কিন্তু সে পরে এখানে আসবেই। এরপর হেইমান পালাতে গেলে সিনা তাকে ধরে ফেলে এবং লেস্নার না আসা পর্যন্ত তাকে হোস্টেজ হিসাবে রাখার জন্য ব্যাকস্টেজে নিয়ে যায়। আজকের "র" টা দারুনভাবে শুরু হয়। 

◘এরপর ক্রিশ জেরিকোর মিউজিক হিট করে এবং আজ রাতের প্রথম ম্যাচের জন্য সে আসে এবং তারপর আসে কেইন।

♠ Kane vs. Chris Jericho

তাদের মধ্যে ভালো ফাইট চলে। ম্যাচের শেষের দিকে কেইন, জেরিকোকে চোক স্লাম দিতে গেলে নিজেই DDT খেয়ে নেয়, যদিও এরপর জেরিকো একটা কোড ব্রেকার দেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর জেরিকো Lionsault দিতে গেলে কেইন তার ঘাড় ধরে নেয় কিন্তু শেষে সামলাতে পারে না এবং জেরিকো রোল-আপের মাধ্যমে ম্যাচটা জিতে নেয়। 

♥ Winner: Chris Jericho

♠ Jack Swagger vs. Bo Dallas

তাদের মধ্যে ভালোই ফাইট চলে এবং শেষপর্যন্ত Patriot Lock -এর মাধ্যমে ম্যাচ শেষ করে। 

♥ Winner: Jack Swagger

♠ Paige and Nikki vs. AJ and Brie

ম্যাচটা ভালো হয়নি। পেজ Rampaige এর মাধ্যমে সহজেই জিতে যায় যেটা সে ব্রি কে দিয়েছিল। 

♥ Winners: Nikkie and Paige

◘ এরপর ব্যাকষ্টেজে ব্রে ওয়াট একটা প্রোমো দেয়। অনেকদিন পরে তার মাইক হাতে জাদু দেখা যায়। বিগশো রিঙ্গে আসে ওয়াটের সঙ্গে ম্যাচের জন্য। 

◘ এরপর হেইমানকে দেখায়, যে খুবই আতঙ্কিত ছিল। ব্রেকের পড়ে দেখা যায় হেইম্যান খালিকে তার সাহায্যের জন্য বলছে এবং তাকে ছেড়ে দিতে বলছে। খালি হেইমানের মোবাইলটা নেয় এবং ব্যাটারি কভারের দিকে পা দিয়ে থেঁতলে দেয়। 

♠ Big Show vs. Bray Wyatt

স্বাভাবিক ভাবেই তাদের মধ্যে ভালো ম্যাচ চললেও ওয়াটের সঙ্গিরা ম্যাচে ইন্টারফেয়ার করে এবং ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে বিগশো ম্যাচটা জিতে যায়। শেষে বিগশো সেই দুইজনকেই (হারপার ও রোয়ান) ডবল চোকস্লাম দেয়, এবং ব্রে সেটাকে তার চেয়ারে বসে দেখতেই থাকে। 

♥ Winner: Big Show

♠ The Usos and Sheamus vs. Cesaor and Gold

ম্যাচটা খুবই ভালো হয় এবং শেষে সবাই ভালো ভালো মুভ ইউস করতে থাকে। শেষপর্যন্ত যখন একজন উসো Superfly Splash দিতে সক্ষম হয় তখন ম্যাচটা জিতে যায়। 

♥ Winners: The Usos and Sheamus

◘ ব্রেকের পড়ে দেখা যায়, যে সিনা হেইমানকে ধরে টানতে টানতে রিংএ নিয়ে আসে। তাদের মধ্যে সেগমেন্ট চলতে থাকে এবং যখন সিনা হেইমানকে মেরে রিঙ্গের বাইরে ফেলে দেয় তখন লেস্নারের মিউজিক হিট করে এবং দ্য বিস্ট আসে। প্রথমে লেস্নার ফাইটের মুডে এলেও পালিয়ে যায়, কিন্তু সিনার মুখের জাদুতে লেস্নার, হেইমানকে বেল্টটা দিয়ে সিনার সঙ্গে ফাইট  করতে আসে এবং সিনাকে দারুন একটা German suplex দিয়ে সামারস্লামের কথা মনে করিয়ে দেয়। কিন্তু দ্য চ্যাম্প এবার ঘুরে দাড়ায় এবং লেস্নারকে রিঙ্গের বাইরে মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত সিকিউরিটি এসে তাদেরকে ছাড়ায় এবং তারপর হেইমান এবং লেস্নার রিংসাইড ত্যাগ করে। এইভাবেই সেগমেন্টটা শেষ হয়। 


♠ Cameron vs. Naomi

রোল-আপ করে সাবমিশনের মাধ্যমে নাওমি জয়লাভ করে। 

♥ Winner: Naomi

♠ Miz and Mizdow vs. Dolph Ziggler and R-Ziggler

তাদের মধ্যে ভালো ফাইট চলে কিন্তু ম্যাচটা ফিনিশ হয় যখন ভুলবশত মিজ সান্ডোউকে হিট করে এবং জিগ্লার সেই সুজোগে জিগ-জাগ এর মাধ্যমে জিতে যায়। 

♥ Winners: Dolph Ziggler and R-Ziggler

◘ সেথ রলিন্স একটা প্রোমো দেয়, NOC -তে রোমানকে দেখে নেওয়ার ব্যাপারে। 

♠ Roman Reigns vs. Seth Rollins

স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ভালো ম্যাচ হয় যেটা না দেখলে বুঝা যাবে না। এই ম্যাচে রলিন্স তার আসল দক্ষতা দেখায়, কিন্তু শেষপর্যন্ত হঠাৎ করে আসা স্পিয়ারের মাধ্যমে সে ম্যাচটা হেরে যায় এবং দ্য পাওয়ারহাউস জয়লাভ করে। 

♥ Winner: Roman Reigns

◘ সবাই ভাববেন এখানেই "র" শেষ, কিন্তু আমাদের কাছে এখনও ১০ মিনিট আছে...। 

◘ আজকের "র" শেষ হয় মার্ক হেনরি এবং রুশেভ ও লানার একটা সেগমেন্টের মাধ্যমে। তাদের মধ্যে কিছু কথা চলার পর রুসেভ অ্যাটাক করে এবং হেনরিকে তার সাবমিশন মুভ Accolade -এ ধরতে সক্ষম হয় কিন্তু হেনরি সেটাকে ছাড়িয়ে দেয় এবং রুশেভকে রঙের বাইরে ফেলে দেয় এবং এইভাবেই আজকের "র" শেষ হয় আমেরিকার এগিয়ে থাকা দিয়ে।

☻WWE Raw রেজাল্ট, ১৬ সেপ্টেম্বর ২০১৪


◘ USA নেটওয়ার্কে RAW লাইভ ছিল। আজকের "র" শুরু হয় পল হেইমানের দ্বারা যে NOC-এর WWE World Heavyweight টাইটেল ম্যাচের ব্যাপারে একটা প্রোমো কাটে। এরপর জন সিনার মিউজিক হিট করে এবং সে আজকে কালো রঙের হাফপ্যান্ট পড়ে আসে। 

সে হেইম্যানকে সোধায় যে লেস্নার কোথায় আছে? সিনা আরও বলে যে, সে আজকে রাতে হয়তো লেস্নারের সাথে ফাইট করবে নাহলে হেইমানের সাথেই ফাইট করবে। 

◘ এরপর হেইম্যান গর্বিতভাবে লেস্নারকে ইন্ট্রোডিউস করে। কিন্তু লেস্নার আসেই না, হেইম্যান এরপর হাসতে শুরু করে। হেইম্যান বলে যে লেস্নারের প্লেন আসতে দেরি হয়েছে কিন্তু সে পরে এখানে আসবেই। এরপর হেইমান পালাতে গেলে সিনা তাকে ধরে ফেলে এবং লেস্নার না আসা পর্যন্ত তাকে হোস্টেজ হিসাবে রাখার জন্য ব্যাকস্টেজে নিয়ে যায়। আজকের "র" টা দারুনভাবে শুরু হয়। 

◘এরপর ক্রিশ জেরিকোর মিউজিক হিট করে এবং আজ রাতের প্রথম ম্যাচের জন্য সে আসে এবং তারপর আসে কেইন।

♠ Kane vs. Chris Jericho

তাদের মধ্যে ভালো ফাইট চলে। ম্যাচের শেষের দিকে কেইন, জেরিকোকে চোক স্লাম দিতে গেলে নিজেই DDT খেয়ে নেয়, যদিও এরপর জেরিকো একটা কোড ব্রেকার দেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর জেরিকো Lionsault দিতে গেলে কেইন তার ঘাড় ধরে নেয় কিন্তু শেষে সামলাতে পারে না এবং জেরিকো রোল-আপের মাধ্যমে ম্যাচটা জিতে নেয়। 

♥ Winner: Chris Jericho

♠ Jack Swagger vs. Bo Dallas

তাদের মধ্যে ভালোই ফাইট চলে এবং শেষপর্যন্ত Patriot Lock -এর মাধ্যমে ম্যাচ শেষ করে। 

♥ Winner: Jack Swagger

♠ Paige and Nikki vs. AJ and Brie

ম্যাচটা ভালো হয়নি। পেজ Rampaige এর মাধ্যমে সহজেই জিতে যায় যেটা সে ব্রি কে দিয়েছিল। 

♥ Winners: Nikkie and Paige

◘ এরপর ব্যাকষ্টেজে ব্রে ওয়াট একটা প্রোমো দেয়। অনেকদিন পরে তার মাইক হাতে জাদু দেখা যায়। বিগশো রিঙ্গে আসে ওয়াটের সঙ্গে ম্যাচের জন্য। 

◘ এরপর হেইমানকে দেখায়, যে খুবই আতঙ্কিত ছিল। ব্রেকের পড়ে দেখা যায় হেইম্যান খালিকে তার সাহায্যের জন্য বলছে এবং তাকে ছেড়ে দিতে বলছে। খালি হেইমানের মোবাইলটা নেয় এবং ব্যাটারি কভারের দিকে পা দিয়ে থেঁতলে দেয়। 

♠ Big Show vs. Bray Wyatt

স্বাভাবিক ভাবেই তাদের মধ্যে ভালো ম্যাচ চললেও ওয়াটের সঙ্গিরা ম্যাচে ইন্টারফেয়ার করে এবং ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে বিগশো ম্যাচটা জিতে যায়। শেষে বিগশো সেই দুইজনকেই (হারপার ও রোয়ান) ডবল চোকস্লাম দেয়, এবং ব্রে সেটাকে তার চেয়ারে বসে দেখতেই থাকে। 

♥ Winner: Big Show

♠ The Usos and Sheamus vs. Cesaor and Gold

ম্যাচটা খুবই ভালো হয় এবং শেষে সবাই ভালো ভালো মুভ ইউস করতে থাকে। শেষপর্যন্ত যখন একজন উসো Superfly Splash দিতে সক্ষম হয় তখন ম্যাচটা জিতে যায়। 

♥ Winners: The Usos and Sheamus

◘ ব্রেকের পড়ে দেখা যায়, যে সিনা হেইমানকে ধরে টানতে টানতে রিংএ নিয়ে আসে। তাদের মধ্যে সেগমেন্ট চলতে থাকে এবং যখন সিনা হেইমানকে মেরে রিঙ্গের বাইরে ফেলে দেয় তখন লেস্নারের মিউজিক হিট করে এবং দ্য বিস্ট আসে। প্রথমে লেস্নার ফাইটের মুডে এলেও পালিয়ে যায়, কিন্তু সিনার মুখের জাদুতে লেস্নার, হেইমানকে বেল্টটা দিয়ে সিনার সঙ্গে ফাইট  করতে আসে এবং সিনাকে দারুন একটা German suplex দিয়ে সামারস্লামের কথা মনে করিয়ে দেয়। কিন্তু দ্য চ্যাম্প এবার ঘুরে দাড়ায় এবং লেস্নারকে রিঙ্গের বাইরে মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত সিকিউরিটি এসে তাদেরকে ছাড়ায় এবং তারপর হেইমান এবং লেস্নার রিংসাইড ত্যাগ করে। এইভাবেই সেগমেন্টটা শেষ হয়। 


♠ Cameron vs. Naomi

রোল-আপ করে সাবমিশনের মাধ্যমে নাওমি জয়লাভ করে। 

♥ Winner: Naomi

♠ Miz and Mizdow vs. Dolph Ziggler and R-Ziggler

তাদের মধ্যে ভালো ফাইট চলে কিন্তু ম্যাচটা ফিনিশ হয় যখন ভুলবশত মিজ সান্ডোউকে হিট করে এবং জিগ্লার সেই সুজোগে জিগ-জাগ এর মাধ্যমে জিতে যায়। 

♥ Winners: Dolph Ziggler and R-Ziggler

◘ সেথ রলিন্স একটা প্রোমো দেয়, NOC -তে রোমানকে দেখে নেওয়ার ব্যাপারে। 

♠ Roman Reigns vs. Seth Rollins

স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ভালো ম্যাচ হয় যেটা না দেখলে বুঝা যাবে না। এই ম্যাচে রলিন্স তার আসল দক্ষতা দেখায়, কিন্তু শেষপর্যন্ত হঠাৎ করে আসা স্পিয়ারের মাধ্যমে সে ম্যাচটা হেরে যায় এবং দ্য পাওয়ারহাউস জয়লাভ করে। 

♥ Winner: Roman Reigns

◘ সবাই ভাববেন এখানেই "র" শেষ, কিন্তু আমাদের কাছে এখনও ১০ মিনিট আছে...। 

◘ আজকের "র" শেষ হয় মার্ক হেনরি এবং রুশেভ ও লানার একটা সেগমেন্টের মাধ্যমে। তাদের মধ্যে কিছু কথা চলার পর রুসেভ অ্যাটাক করে এবং হেনরিকে তার সাবমিশন মুভ Accolade -এ ধরতে সক্ষম হয় কিন্তু হেনরি সেটাকে ছাড়িয়ে দেয় এবং রুশেভকে রঙের বাইরে ফেলে দেয় এবং এইভাবেই আজকের "র" শেষ হয় আমেরিকার এগিয়ে থাকা দিয়ে।