WWE তাদের অফিসিয়াল ব্লগসাইটে তাদের নতুন কন্টাক্টের ব্যাপারে বলেছে। ভারতে WWE -এর সমস্ত PPV গুলি বিশাল পরিমানে হিট করায় টেন স্পোর্টস সিদ্ধান্ত নিয়েছে WWE -কে এবার থেকে গুরুত্ব দিবার। তাছাড়া স্টার স্পোর্টস বেশীরভাগ লাইভ শো দেখানোর ফলে টেন স্পোর্টস এর হাতে দুই একটা ছাড়া আর লাইভ শোই এখন নাই, তাই WWE -কে যোগ করা তাদের জন্যে একটা ভালো পদক্ষেপ হতে পারে। 

২০০২ সাল থেকে টেন স্পোর্টস -এর সঙ্গে WWE-এর কন্টাক্ট ছিল কিন্তু এবারের ৫ বছরের কন্টাক্টটা হবে অনেকটাই স্পেশাল। ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে ২০১৯ সাল পর্যন্ত হওয়া এই কন্টাক্টে WWE -এর অনেক শোকে যোগ করা হয়েছে। ২০১৫ সাল  থেকে আরও নিয়মিত Raw, SmackDown , NXT দেখানো হবে। এছারাও WWE -এর রিয়ালিটি শো Total Divas এবং ভারতীও ফ্যানদের জন্য Raw -এর ১ ঘণ্টার স্পেশাল এপিসোড দেখানো হবে। তাছাড়াও এতদিন  যেটা আমরা টিভিতে দেখতে পেতামনা সেই "Main Event" -ও আমরা দেখতে পাবো যেটা এতদিন শুধুই USA তে দেখানো হত। তবে এই চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, WWE Raw এবং WWE -এর সমস্ত PPV (যেমন- রেসেল্মেনিয়া, সামারস্লাম, রয়েল রাম্বেল) -এইসব গুলোই আমরা লাইভ দেখতে পাবো।

বলে রাখা ভালো যে বেশিরভাগ লাইভ শো হয় সকালের দিকে। Ten Sports -এর CEO, Rajesh Sethi বলেছেন যে, We are very delighted to extend our long standing successful partnership with WWE for the Indian Subcontinent.WWE Shows are enormously popular in the region and WWE broadcasts are synonymous with the Ten Sports Network having been broadcasted on our channels since 2002.With this new deal till 2019, we promise to offer more hi-quality entertainment andbreakthrough programming and engagement opportunities for fans.

◘ এই  ব্যাপারে টেন স্পোর্টস তাদের অফিসিয়াল টুইটার আকাউন্টে একটা পোস্ট দিয়েছে- 

◘ তাছাড়াও, CEO  Rajesh Sethi -এর সাথে WWE -এর সুপারস্টার জন সিনা এবং COO ট্রিপল এইচ -এর ছবিও তারা পোস্ট করেছে-



২০১৫ থেকে WWE Raw এবং সমস্ত PPV লাইভ হবে...কনফার্ম, বিস্তারিত দেখুন।

WWE তাদের অফিসিয়াল ব্লগসাইটে তাদের নতুন কন্টাক্টের ব্যাপারে বলেছে। ভারতে WWE -এর সমস্ত PPV গুলি বিশাল পরিমানে হিট করায় টেন স্পোর্টস সিদ্ধান্ত নিয়েছে WWE -কে এবার থেকে গুরুত্ব দিবার। তাছাড়া স্টার স্পোর্টস বেশীরভাগ লাইভ শো দেখানোর ফলে টেন স্পোর্টস এর হাতে দুই একটা ছাড়া আর লাইভ শোই এখন নাই, তাই WWE -কে যোগ করা তাদের জন্যে একটা ভালো পদক্ষেপ হতে পারে। 

২০০২ সাল থেকে টেন স্পোর্টস -এর সঙ্গে WWE-এর কন্টাক্ট ছিল কিন্তু এবারের ৫ বছরের কন্টাক্টটা হবে অনেকটাই স্পেশাল। ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে ২০১৯ সাল পর্যন্ত হওয়া এই কন্টাক্টে WWE -এর অনেক শোকে যোগ করা হয়েছে। ২০১৫ সাল  থেকে আরও নিয়মিত Raw, SmackDown , NXT দেখানো হবে। এছারাও WWE -এর রিয়ালিটি শো Total Divas এবং ভারতীও ফ্যানদের জন্য Raw -এর ১ ঘণ্টার স্পেশাল এপিসোড দেখানো হবে। তাছাড়াও এতদিন  যেটা আমরা টিভিতে দেখতে পেতামনা সেই "Main Event" -ও আমরা দেখতে পাবো যেটা এতদিন শুধুই USA তে দেখানো হত। তবে এই চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, WWE Raw এবং WWE -এর সমস্ত PPV (যেমন- রেসেল্মেনিয়া, সামারস্লাম, রয়েল রাম্বেল) -এইসব গুলোই আমরা লাইভ দেখতে পাবো।

বলে রাখা ভালো যে বেশিরভাগ লাইভ শো হয় সকালের দিকে। Ten Sports -এর CEO, Rajesh Sethi বলেছেন যে, We are very delighted to extend our long standing successful partnership with WWE for the Indian Subcontinent.WWE Shows are enormously popular in the region and WWE broadcasts are synonymous with the Ten Sports Network having been broadcasted on our channels since 2002.With this new deal till 2019, we promise to offer more hi-quality entertainment andbreakthrough programming and engagement opportunities for fans.

◘ এই  ব্যাপারে টেন স্পোর্টস তাদের অফিসিয়াল টুইটার আকাউন্টে একটা পোস্ট দিয়েছে- 

◘ তাছাড়াও, CEO  Rajesh Sethi -এর সাথে WWE -এর সুপারস্টার জন সিনা এবং COO ট্রিপল এইচ -এর ছবিও তারা পোস্ট করেছে-