☻'End of an Era' আসলে কী?? এইরকম নাম হওয়ার পিছনে কারনটা কী?? (লম্বা হলেও পড়ে দেখার অনুরোধ রইলো)

উত্তরঃ- 'End of an Era' হল শুধুই একটা ম্যাচের নাম (যেমন রক এবং সিনার মধ্যে হওয়া 'Once in a Lifetime' )। এই ম্যাচটা হয়েছিল The Undertaker এবং Triple H -এর মধ্যে যেটা ছিল Hell in a Cell ম্যাচ। WrestleMania ২৮ -এ হওয়া এই ম্যাচের স্পেশাল রেফারী ছিল, ট্রিপল এইচ এর খুব কাছের বন্ধু শন মাইকেল। শেষ পর্যন্ত এই ম্যাচটা টেকার জিতে নেয় এবং তার স্ট্রিককে ২০-০ করে অক্ষত রাখে। এই ম্যাচের শেষে ট্রিপল এইচ, টেকার এবং শন তিনজনে মিলে একসাথে দাড়ায় এবং সেটা ছিল Wrestlemania -এর ইতিহাসে একটা বিশেষ মুহূর্ত কারন এই তিনজনই WWE এর মেরুদন্ড ছিল এবং তারা সেইদিন এক হয়েছিল।  


◘এবার এটার নামকরনের ব্যাপারে আসা যাক...। এটার নামকরন সত্যিই খুব রহস্যজনক, কারন এটা কোন এরার এন্ড তা বুঝা খুব মুশকিল, তাছাড়া, এরপরেও টেকার এবং ট্রিপল এইচ খেলেছিল, এর পরেও পিজি এরা এবং হেল ইন এ সেল ম্যাচ কন্টিনিউ করেছিল।
যাইহোক, এর উত্তরের ব্যাপারে WWE ইউনিভার্স দুইভাগে বিভক্ত।

◘এর মধ্যে একভাগের যুক্তি  হল- এটা ছিল রেস্লারদের দিক থেকে, attitude era -এর অফিসিয়াল এন্ডিং। কারন সেই এরার রেস্লারদের মধ্যে কেবল ট্রিপল এইচ এবং টেকারি বাকি ছিল। যদিও কেন ও মার্ক হেনরিও ছিল কিন্তু তারা টেকার ও ট্রিপল এইচের মতো আইকন নয়। এই ম্যাচটা ছিল আসলে attitude era -এর প্রতি একটা স্যালুট কারন এই এরার কারনেই WWE, WCW -এর থেকে উপরে উঠতে পেরেছিল।

◘অন্যভাগের যুক্তি হল 'End of an Era' -তে "Era'" বলতে বিশেষ কোন এরা কে বোঝানো হয়নি, বরং আগের সবকটি এরাকে একসঙ্গে বোঝানো হয়েছে। আন্ডারটেকার হল একমাত্র রেসলার যে, Golden Era , Attitude Era, Ruthless Aggression Era এবং  PG Era তে খেলেছে। সে শুধুমাত্র ৪টা এরা তে খেলেছে শুধু টাই নয়, সে আন্ডারটেকার নামে ২২ বছর খেলেছে এবং রেসেলমেনিয়া তে ২২ বার এসেছে...যেটা একটা রেকর্ড।

অন্যদিকে ট্রিপল এইচ Attitude Era শুরু হবার ঠিক আগেই এসেছে এবং এই এরার একজন বিখ্যাত রেস্লার ছিল এবং তার থেকেও বেশী বিখ্যাত ছিল Ruthless Aggression Era তে।

শন মাইকেলও প্রায় ট্রিপল এইচের সঙ্গেই ছিল যদিও তার থেকে বেশী দিন ধরে WWE তে ছিল।

◘অর্থাৎ, এই ম্যাচের মাধ্যমে যে এরাটা শেষ হয়েছে সেটা কোন বিশেষ একটা এরা নয়, এটা ছিল এইতিন রেস্লার দ্বারা খেলা সেইসব এরার সমষ্টি। যারা WWE কে এখনকার WWE বানিয়ে তুলেছে তারা এরপর রিটায়ার করবে বা অলরেডি করে গেছে।

দুঃখের বিষয় হল এটা যে আমরা আর দ্বিতীয় টেকার, ট্রিপল এইচ বা শন মাইকেল পাবোনা...সেইসব রোমহর্ষক ম্যাচও আর দেখতে পাবো না যা এরা একদিন দেখিয়েছে। আমরা শুধু একটাই কাজ করতে পারি, সেটা হল তাদের কথা স্বরন করি এবং তাদেরকে একটু মন খুলে রেস্পেক্ট করি...স্যালুট করি এই তিন বসকে...তোমাদের অবদান জিবনেও ভুলতে পারবো না...!!!

'End of an Era' আসলে কী??

☻'End of an Era' আসলে কী?? এইরকম নাম হওয়ার পিছনে কারনটা কী?? (লম্বা হলেও পড়ে দেখার অনুরোধ রইলো)

উত্তরঃ- 'End of an Era' হল শুধুই একটা ম্যাচের নাম (যেমন রক এবং সিনার মধ্যে হওয়া 'Once in a Lifetime' )। এই ম্যাচটা হয়েছিল The Undertaker এবং Triple H -এর মধ্যে যেটা ছিল Hell in a Cell ম্যাচ। WrestleMania ২৮ -এ হওয়া এই ম্যাচের স্পেশাল রেফারী ছিল, ট্রিপল এইচ এর খুব কাছের বন্ধু শন মাইকেল। শেষ পর্যন্ত এই ম্যাচটা টেকার জিতে নেয় এবং তার স্ট্রিককে ২০-০ করে অক্ষত রাখে। এই ম্যাচের শেষে ট্রিপল এইচ, টেকার এবং শন তিনজনে মিলে একসাথে দাড়ায় এবং সেটা ছিল Wrestlemania -এর ইতিহাসে একটা বিশেষ মুহূর্ত কারন এই তিনজনই WWE এর মেরুদন্ড ছিল এবং তারা সেইদিন এক হয়েছিল।  


◘এবার এটার নামকরনের ব্যাপারে আসা যাক...। এটার নামকরন সত্যিই খুব রহস্যজনক, কারন এটা কোন এরার এন্ড তা বুঝা খুব মুশকিল, তাছাড়া, এরপরেও টেকার এবং ট্রিপল এইচ খেলেছিল, এর পরেও পিজি এরা এবং হেল ইন এ সেল ম্যাচ কন্টিনিউ করেছিল।
যাইহোক, এর উত্তরের ব্যাপারে WWE ইউনিভার্স দুইভাগে বিভক্ত।

◘এর মধ্যে একভাগের যুক্তি  হল- এটা ছিল রেস্লারদের দিক থেকে, attitude era -এর অফিসিয়াল এন্ডিং। কারন সেই এরার রেস্লারদের মধ্যে কেবল ট্রিপল এইচ এবং টেকারি বাকি ছিল। যদিও কেন ও মার্ক হেনরিও ছিল কিন্তু তারা টেকার ও ট্রিপল এইচের মতো আইকন নয়। এই ম্যাচটা ছিল আসলে attitude era -এর প্রতি একটা স্যালুট কারন এই এরার কারনেই WWE, WCW -এর থেকে উপরে উঠতে পেরেছিল।

◘অন্যভাগের যুক্তি হল 'End of an Era' -তে "Era'" বলতে বিশেষ কোন এরা কে বোঝানো হয়নি, বরং আগের সবকটি এরাকে একসঙ্গে বোঝানো হয়েছে। আন্ডারটেকার হল একমাত্র রেসলার যে, Golden Era , Attitude Era, Ruthless Aggression Era এবং  PG Era তে খেলেছে। সে শুধুমাত্র ৪টা এরা তে খেলেছে শুধু টাই নয়, সে আন্ডারটেকার নামে ২২ বছর খেলেছে এবং রেসেলমেনিয়া তে ২২ বার এসেছে...যেটা একটা রেকর্ড।

অন্যদিকে ট্রিপল এইচ Attitude Era শুরু হবার ঠিক আগেই এসেছে এবং এই এরার একজন বিখ্যাত রেস্লার ছিল এবং তার থেকেও বেশী বিখ্যাত ছিল Ruthless Aggression Era তে।

শন মাইকেলও প্রায় ট্রিপল এইচের সঙ্গেই ছিল যদিও তার থেকে বেশী দিন ধরে WWE তে ছিল।

◘অর্থাৎ, এই ম্যাচের মাধ্যমে যে এরাটা শেষ হয়েছে সেটা কোন বিশেষ একটা এরা নয়, এটা ছিল এইতিন রেস্লার দ্বারা খেলা সেইসব এরার সমষ্টি। যারা WWE কে এখনকার WWE বানিয়ে তুলেছে তারা এরপর রিটায়ার করবে বা অলরেডি করে গেছে।

দুঃখের বিষয় হল এটা যে আমরা আর দ্বিতীয় টেকার, ট্রিপল এইচ বা শন মাইকেল পাবোনা...সেইসব রোমহর্ষক ম্যাচও আর দেখতে পাবো না যা এরা একদিন দেখিয়েছে। আমরা শুধু একটাই কাজ করতে পারি, সেটা হল তাদের কথা স্বরন করি এবং তাদেরকে একটু মন খুলে রেস্পেক্ট করি...স্যালুট করি এই তিন বসকে...তোমাদের অবদান জিবনেও ভুলতে পারবো না...!!!